Uncategorized

Domestic Violence কি ? আপনি কি Domestic Violence এর শিকার ?

Domestic violence এর আরেক নাম হচ্ছে Domestic Abuse । Domestic violence কাকে বলে? এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে, কেউ যখন পরিবারের সদস্য বা নিকট আত্মীয় কর্তৃক যেকোনো ধরণের সহিংসতার শিকার হয় তখন সেটাকে বলা হয় Domestic violence বা Domestic Abuse। Domestic violence এর শিকার সব সময় নারীরা হবে এটা ভুল। নারী পুরুষ এমনকি শিশুরা পর্যন্ত Domestic violence এর শিকার হতে পারে। নারীদের পাশাপাশি বিশ্বব্যাপী প্রতিনিয়ত Domestic violence এর শিকার হচ্ছে পুরুষ এবং শিশুরা।

 

নির্দিষ্ট কিছু সহিংসতাকে Domestic violence বলা হবে বিষয়টি এমন নয়। Domestic violence এর শিকার একজন ভিক্টিম বিভিন্ন ভাবেই হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে Domestic violence নিয়ে আলোচনা হলে, Physical, Sexual, Emotional, Economical এবং Psychological Abuse গুলোই সামনে আসে।

Domestic violence এ Domestic শব্দটি ব্যবহারের মানে হচ্ছে ভিক্টিমরা এই ধরণের সহিংসতার শিকার হয় তার পরিবারের সদস্য বা নিকট আত্মীয়দের দ্বারা।

Domestic violence এর প্রভাব

বাংলাদেশ, ভারত সহ এই উপমহাদেশে বেশিরভাগ ক্ষেত্রে দাম্পত্য জীবনে এই ধরণের ভায়োলেন্সের শিকার হয় নারীরা। পার্টনারের আর্থিক অক্ষমতার সুযোগ নিয়ে তার উপর যেকোনো ধরণের কাজ চাপিয়ে দেয়া এবং মানসিক ভাবে নির্যাতন করা, আমাদের সমাজের অনেক পুরুষের একটি সাধারণ স্বভাব।

Domestic violence এর সংজ্ঞা দিতে হয়ে UN বলছে, যেকোনো ভাবে কাউকে ভয় দেখানো, মানসিক ভাবে চাপে রাখা , অপমান করা, দোষ দেয়া এবং শারীরিক ভাবে আঘাত করা Domestic violence এর অন্তর্ভুক্ত। UN আরও জানায়, যে কোনও জাতি, ধর্ম, বয়স বা লিঙ্গের মানুষের সাথে Domestic violence হতে পারে৷
দাম্পত্য জীবন হোক বা ভালবাসার সম্পর্ক হোক যখন কোন পার্টনার, ভিকটিমের উপর নিয়ন্ত্রণ বা ক্ষমতা প্রয়োগ করতে চাইবে তখন সেটা ডোমেস্টিক ভায়োলেন্স বলে গণ্য হবে।

Domestic violence এর সাধারণ প্রকৃতি হল এটি প্রথম দিকে বিচ্ছিন্ন কোন ঘটনা হলেও, আস্তে আস্তে এটি ধারাবাহিক ভাবে হতে থাকে এবং এক সময় তীব্র আকার ধারণ করে। এই ধরণের নির্যাতনের ফলে ভিক্টিমের মারাত্মক শারীরিক ক্ষতি, এমনটি মৃত্যু পর্যন্ত হতে পারে।

আপনি কি Domestic violence এর শিকার?

বর্তমান সময়ে আমাদের সমাজে Domestic violence একটি কমন ইস্যুতে পরিণত হয়েছে। নিচের প্রশ্ন গুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি নিজে কি এই ধরণের ভায়োলেন্সের শিকার কিনা।

আপনি Domestic violence এর শিকার, যদি আপনার পার্টনার,

  • পরিবার এবং বন্ধু মহলে আপনাকে নিয়ে মজা করে বা অপমান করার চেষ্টা করে
  • আপনার সাফল্য এবং কর্তৃত্বকে দমিয়ে রাখতে চায়
  • আপনাকে সব সময় মনে করায়, আপনি সিদ্ধান্ত নিতে পারেন না।
  • নিজের কর্তৃত্ব জাহির করার জন্য হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করে।
  • আপনাকে বুঝায় সে ছাড়া আপনি কিছুই না।
  • অকারণে বকাঝকা করে গায়ে হাত তুলে
  • মদ্যপ অবস্থায় গালাগালি এবং শারীরিক ভাবে আঘাত করে
  • আপনার অনিচ্ছা স্বত্বেও শারীরিক সম্পর্ক করতে চায়

আপনি Domestic violence এর শিকার যদি,

  • আপনি পার্টনারের এমন আচরণে ভয় পান
  • আপনার পার্টনারের এমন আচরণের জন্য, বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনি অন্যদের থেকে দূরে থাকার চেষ্টা করুন
  • আপনি মনে করেন যে আপনার নিজের মধ্যে কোন পরিবর্তন নিয়ে আসলে আপনার পার্টনার আপনার সাথে ভাল ব্যবহার করবে
  • আপনার পার্টনার রেগে যেতে পারে এই ভয়ে নিজেকে কোন কিছু করা থেকে বা বলা থেকে বিরত রাখুন
  • আপনি মানসিক এবং শারীরিক ভাবে আঘাত পেয়ে কোন কাজ করতে বাধ্য থাকুন

শেষ কথা

পরিবারের বা কাছের মানুষজন দ্বারা নারী, পুরুষ, এবং শিশুরা যেকোনো ধরনে সহিংসতার শিকার হওয়াকে Domestic Violence বলা হয়৷ বিশ্বব্যাপী এই ধরণের আচরণ দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। বিভিন্ন গবেষণা বলছে এই ধরণের আচরণের পেছনে ব্যক্তির বিভিন্ন মানসিক সমস্যা দায়ী। অত্যাচারী ব্যক্তি বিভিন্ন ধরণের ডিসঅর্ডার থেকে এই ধরণের কাজে উদ্বুদ্ধ হয়।

যাই হোক, বর্তমান সময়ে সঠিক ভাবে আওয়াজ তুলার অভাবে Domestic violence আস্তে আস্তে সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। আপনি যদি Domestic violence এর শিকার হয়ে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এর প্রতিবাদ করার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি চুপ থাকা মানে এর সমাধান নয় বা এই ধরণের আচরণ আপনার কোন ভুলের জন্য করা হচ্ছে না, এটি একটি মানসিক সমস্যা। যেহেতু কিছু বিচ্ছিন্ন ঘটনা আস্তে আস্তে Domestic violence এ পরিণত হয় সুতরাং কখনোই এই ধরণের অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না।

Sohanur Rahman

Raihan, working on website design & development, Digital Marketing, writing articles, translation, and SEO.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button