তথ্য ও প্রযুক্তি

Android এবং iOS এর জন্য সেরা সাতটি প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ

করোনা মহামারীতে বর্তমান বিশ্বের পাশাপাশি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাও এখন অনলাইনে পরিচালিত হচ্ছে। শিশুদের শিক্ষা থেকে একেবারে দূরে না রেখে অনলাইনে পাঠদান নিঃসন্দেহে ভাল একটা পদক্ষেপ, তবে দীর্ঘ সময় ধরে স্মার্টফোন ব্যবহারের ফলে শিশুদের দেখা দিচ্ছি বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা। তাছাড়া অনলাইনে এক্সেস পেয়ে তারা চলে যাচ্ছে বিভিন্ন ক্ষতিকর ওয়েবসাইটে।

বর্তমানে যারা অনলাইনে পড়াশুনা করছে তারাই কেবল স্মার্টফোন ব্যবহার করছে এমনটি কিন্তু নয়। গবেষণায় দেখা গেছে, ৮ বছরের কম বয়সী প্রায় ৭৫% শিশু মোবাইল ডিভাইস ব্যবহার করে এবং এই সংখ্যাটি ক্রমাগত বৃদ্ধিই পাচ্ছে। বেশিরভাগ সময়, অভিভাবকরা খেয়াল করছে না শিশুরা ইন্টারনেট ব্যবহার করে কোথায় চলে যাচ্ছে ফলে শিশুরা এগিয়ে যাচ্ছে এমন কন্টেন্টের দিকে যা তাদের জন্য উপযুক্ত নয়।

বর্তমান সময়ে বিশ্বের প্রায় ৮০% বাবা-মা তার সন্তানের ইন্টারনেট এক্সেস নিয়ে উদ্বিগ্ন কারণ ইন্টারনেটে ছড়িয়ে আছে অসংখ্য হিংসাত্মক এবং এডাল্ট কন্টেন্ট যা শিশুদের মনকে ব্যাপক ভাবে প্রভাবিত করতে পারে।

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট

যেহেতু বিভিন্ন কারণে শিশুদের ইন্টারনেট থেকে পুরোপুরি দূরে রাখা যাচ্ছে না তাই তাদের জন্য একটা নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করা প্রতিটি অভিভাবকের দায়িত্ব। পাশাপাশি খেয়াল রাখা উচিত তারা কি করছে ইন্টারনেটে এবং কি ধরণের ওয়েবসাইটে ব্রাউজ করছে। আর সব দিক বিবেচনায়, ইন্টারনেট দুনিয়ায় শিশুদের নিরাপদ রাখতে অভিভাবকরা সাহায্য নিতে পারেন বিভিন্ন প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ এর।

প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ কি?

parental control app

প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ হচ্ছে সেই সমস্ত অ্যাপ যেগুলো ব্যবহার করে বাবা চাইলেই সন্তানদের ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন, শিশুরা অনলাইনে কি করছে দেখতে পারেন এবং অপ্রাসঙ্গিক সকল কন্টেন্ট ব্লক করে দিতে পারেন।

ইন্টারনেটে অসংখ্য প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ রয়েছে তবে আমরা এই আর্টিকেলে সেরা সাতটি ফ্রি অ্যাপ নিয়ে আলোচনা করব যেগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নেয়া যাক আমাদের লিস্টের সেরা অ্যাপ গুলো।

১. Qustodio

dailylifedoze.club

আমাদের লিস্টের প্রথম প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপটি হচ্ছে Qustodio। অ্যাপটির ফ্রি ভার্সন এভেইলেবল রয়েছে আইফোন এবং এন্ড্রয়েড ডিভাইসের জন্য। এই Qustodio অ্যাপটির দারুণ একটি বৈশিষ্ট্য হচ্ছে টেকনোলজি নিয়ে খুব বেশি দক্ষ না হলেও এই অ্যাপটি ব্যবহার করা যায়।

Qustodio অ্যাপটি একই সাথে Android, iOS, Mac OS X, Windows, এবং Kindle, অপারেটিং সিস্টেম গুলোতে কাজ করে। সুতরাং বুঝতেই পারছেন এটি একই সাথে স্মার্টফোন ট্যাবলেট এবং পিসিতে ব্যবহার করা যাবে।

আপনি Qustodio অ্যাপ এর মাধ্যমে জানতে পারবেন আপনার শিশু ইন্টারনেটে কি দেখছে এবং চাইলেই অপ্রত্যাশিত কন্টেন্ট ব্লক করে দিতে পারবেন। অ্যাপটির প্রিমিয়াম ভার্সনে আপনি স্ক্রিন টাইম লিমিটের মত ফিচার পাবেন যার মাধ্যমে নির্দিষ্ট করা যাবে আপনার শিশু কতক্ষণ ডিভাইস ব্যবহার করতে পারবে। তাছাড়া রয়েছে এড ব্লক এবং এডাল্ট কন্টেন্ট ব্লকের মত সুবিধা

এই অ্যাপটির অসুবিধার কথা বলতে গেলে বলতে হয়, অ্যাপটির প্রিমিয়াম ভার্সন তুলনামূলক বেশি ব্যয়বহুল ।

ডাউনলোড লিংক @ Qustodio

২. OpenDNS

dailylifedoze.club

OpenDNS হচ্ছে একটি ওয়েবফিল্টার অ্যাপ এর প্রধান কাজ হচ্ছে সকল ধরণের ক্ষতিকর বা অবাঞ্ছিত কন্টেন্ট ব্লক করে আপনার এবং আপনার শিশুর জন্য নিরাপদ একটি ইন্টারনেট নিশ্চিত করা। ইন্টারনেটে ফিশিং এর মত হ্যাকিং ব্লক করা থেকে শুরু করে এই অ্যাপটি ৫০ টি ক্যাটাগরিতে আপনার ইন্টারনেটকে ফিল্টার করতে প্রস্তুত। একই সাথে বাবা-মা চাইলেই মনিটর করতে পারবে তাদের সন্তানরা ইন্টারনেটে কি কি করছে।

OpenDNS এর দুইটি ভার্সন রয়েছে একটি হচ্ছে OpenDNS Home এবং অন্যটি OpenDNS Family।
OpenDNS Home আপনাকে নিরাপদ ওয়েবসাইট গুলো দ্রুত লোড হতে সাহায্য করবে ফলে আপনার শিশু পাবে দ্রুত ব্রাউজিং সুবিধা। OpenDNS এ সকল সুবিধার পাশাপাশি থাকবে এডাল্ট কন্টেন্ট ব্লকের আলাদা কনফিগারেশন।

OpenDNS, সেটআপ করা পর এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার স্মার্টফোন, ল্যাপটপ এবং গেমিং কনসোল গুলোকে নিরাপদ ইন্টারনেট সরবারহ করা শুরু করবে।

এই অ্যাপটির একটি অসুবিধা হচ্ছে আপনি প্রিমিয়াম ভার্সন না কিনলে গুগলের এড শো করবে।

ডাউনলোড লিংক @ OpenDNS

৩. KidLogger

dailylifedoze.club

দারুণ এবং সিম্পল একটি প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ হচ্ছে KidLoggerKidLogger এর ফ্রি ভার্সনের মাধ্যমে আপনি চাইলে পাঁচটি ডিভাইস মনিটর করতে পারেন এবং নয়দিনের লগ হিস্ট্রি চেক করতে পারেন। অ্যাপটি এভেইলেবল রয়েছে Android, Mac, এবং Windows এর মত ডিভাইস গুলোতে।

KidLogger অ্যাপটি ব্যবহার করে এন্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে জানতে পারবেন শিশুরা অনলাইনে কি করছে এবং কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করছে। আপনি চাইলে গেমিং এ তাদের টাইম লিমিট করে দিতে পারবেন, SMS এবং কল লিস্ট দেখতে পাবেন, প্রয়োজনে নির্দিষ্ট অ্যাপ ব্লক করে দিতে পারবেন।

আপনার শিশু উইন্ডোজ অথবা ম্যাক ডিভাইস ব্যবহার করলে দেখতে পারবেন তারা Skype এর মাধ্যমে কার সাথে কথা বলছে বা কি কি কনভারসেশন করেছে। এই KidLogger অ্যাপটির প্রিমিয়াম প্যাকেজ নিয়ে আপনি স্টোরেজ স্পেস বাড়াতে পারেন যাতে করে আরও বেশি দিনের হিস্ট্রি চেক করা যাবে। তাছাড়া প্রিমিয়াম প্যাকেজে আপনি একসাথে ১০ টি ডিভাইস মনিটর করতে পারবেন।

এই অ্যাপটির অসুবিধা হচ্ছে অন্যান্য প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ থেকে ফিচারের দিক থেকে এটি একটু পিছিয়ে, এতে এডাল্ট বা ক্ষতিকর ওয়েবসাইট গুলো সরাসরি ব্লক হবে না আপনাকে কিওয়ার্ড টাইপ করে ম্যানুয়ালি ব্লক করতে হবে।

ডাউনলোড লিংক @ KidLogger

৪. Spyrix

dailylifedoze.club

মাল্টিপল রিমোট মনিটরিং ফিচার নিয়ে কাজ করে Spyrix নামের চমৎকার প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপটি। এই Spyrix অ্যাপটি ব্যবহার করে আপনি নজর রাখতে পারবেন, আপনার শিশুর অনলাইন এক্টিভিটিতে।

এই Spyrix অ্যাপটি কিবোর্ড এক্টিভিটি থেকে শুরু করে এক্সটারনাল স্টোরেজের এক্টিভিটিতেও নজর রাখতে পারে। এর দারুণ একটি ফিচার হচ্ছে অস্বাভাবিক কোন কিছু পেলেই অ্যাপটি আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে এবং আপনি চাইলে রিমোটলিই যেকোনো অ্যাপ আনইন্সটল করে ফেলতে পারবেন।

Spyrix অ্যাপটির প্রিমিয়াম প্যাকেজ নিয়ে আপনি চাইলে আপনার শিশুর বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন, ফেসবুক টুইটারের এক্টিভিটিও মনিটর করতে পারেন।

এই Spyrix অ্যাপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এটি সাইবার বুলিং ডিটেক্ট করতে পারে। অ্যাপটি আপনার শিশুর কনভারসেশন মনিটর করবে এবং কোন ধরনের বুলিং ডিটেক্ট করতে পারলে সেটা সম্পর্কে আপনাকে জানাবে।

এত বেশি এডভান্সড ফিচারই অ্যাপটির মুল অসুবিধা, কারণ যেহেতু অ্যাপটি এত কিছু মনিটর করতে পারে সুতরাং আপনার প্রাইভেসি লঙ্ঘিত হবে কিনা এমন একটি প্রশ্ন থেকে যায়।

ডাউনলোড লিংক @ Spyrix

৫. Kaspersky Safe Kids

dailylifedoze.club

আপনার শিশু যদি স্মার্ট ডিভাইসে মাত্রাতিরিক্ত সময় ব্যয় করে তাহলে Kaspersky Safe Kids অ্যাপটি বিবেচনায় নিতে পারেন। এই অ্যাপটি আপনাকে স্ক্রিনটাইম লিমিট, লোকেশন ট্র‍্যাক, ব্যাটারি লেভেল মনিটর এবং ইউটিউবে খারাপ জিনিস সার্চ দেওয়া ব্লক করার মতো ফিচার দেবে।

Kaspersky Safe Kids অ্যাপটি দুই ভার্সনে আপনাকে ডাউনলোড করতে হবে। এটি আপনার ডিভাইসে ইন্সটল করবেন অন্যটি আপনার শিশুর ডিভাইস ইন্সটল করবেন। উভয় অ্যাপই Kaspersky একাউন্টের সাথে যুক্ত থাকবে। আপনি ফ্রি ভার্সন ব্যবহার করেই শিশুর অনলাইন এক্টিভিটি দেখা থেকে শুরু করে নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক পর্যন্ত করতে পারবেন।

প্রিমিয়াম ভার্সনে আপনি রিমোটলি আপনার শিশুর ফোনের সেটিংস পরিবর্তন করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া এক্টিভিটি দেখতে পারবেন। যখন শিশু কোন নতুন ফ্রেন্ড রিকুয়েস্ট পাবে সেটা আপনিও জানতে পারবেন।

Kaspersky Safe Kids অ্যাপটি অনলাইনের ক্ষতিকর দিক থেকে আপনার শিশুকে রক্ষা করার পাশাপাশি আপনি পাবেন বিভিন্ন শিশু বিশেষজ্ঞদের টিপস।

এই অ্যাপটির অসুবিধা হচ্ছে iOS অ্যাপটিতে ফিচার তুলনা মূলক কম এবং ব্রাউজিং ফিল্টার নির্দিষ্ট কিছু ব্রাউজারের মধ্যে সীমাবদ্ধ।

ডাউনলোড লিংক @ Kaspersky Safe Kids

৬. Parental Control – Screen Time & Location Tracker

dailylifedoze.club

স্মার্টফোনের জন্য দারুণ একটি প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ হচ্ছে Parental Parental Control। যেকোনো এন্ড্রয়েড ফোনেই এই অ্যাপটি আপনি ব্যবহার করতে পারবেন এবং এর আইফোন, আইপ্যাড ভার্সনও রয়েছে।

Parental Parental Control অ্যাপটিতে রয়েছে ওয়েব ফিল্টারিং ফিচার যার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার শিশু কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করবে এবং কতক্ষণ গেম খেলতে পারবে৷ আপনি চাইলে শিশুর ফোনের নির্দিষ্ট অ্যাপ ব্লক করে দিতে পারবেন এবং যখন নতুন অ্যাপ ইন্সটল দিতে চাইবে তখন আপনার এপ্রুভালের প্রয়োজন হবে।

এই Parental Control অ্যাপটির ফ্রি ভার্সনেই আপনি জানতে পারবেন কখন শিশু নতুন অ্যাপ ইন্সটল দিতে চাচ্ছে, দেখতে পারবেন তারা কি কি ভিডিও দেখছে। প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে আপনি তাদের লোকেশন ট্র‍্যাক করতে পারবেন এবং শুধু মাত্র নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ওয়েবসাইটে এক্সেসের পারমিশন দিতে পারবেন। Parental Parental Control অ্যাপটিতে রয়েছে সাতদিনের ফ্রি ট্রায়েলেরও সুবিধা।

ডাউনলোড লিংক @ Parental Parental Control

৭. Google Family Link For Parents

dailylifedoze.club

গুগলের এই দারুণ Google Family Link For Parents অ্যাপটির মাধ্যমে আপনি শিশুদের অনলাইন এক্টিভিটি জানতে পারবেন। যখন তারা গুগল ব্যবহার করবে তখন সকল তথ্য আপনি চাইলে দেখতে পারবেন। এটি আমাদের এই লিস্টের অন্যতম সেরা একটি প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ।

আপনি এই Google Family Link For Parents অ্যাপের মাধ্যমে শিশুর ডিভাইসে রিমোটলি এক্সেস নিতে পারবেন এবং দেখতে পারবেন দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক রিপোর্ট। রিপোর্টটি আপনাকে জানতে সাহায্য করবে, সে কোন কোন ওয়েবসাইটে ভিজিট করেছে এবং প্রতিটি ওয়েবসাইটে কতক্ষণ সময় কাটিয়েছে।

এই অ্যাপটির মাধ্যমে চাইলে আপনি শিশুকে যেকোনো অ্যাপ ইন্সটল দেয়া থেকে বিরত করতে পারেন এবং তাদের লোকেশন ট্র‍্যাক করতে পারেন।

ডাউনলোড লিংক @ Google Family Link For Parents

শেষ কথা

বর্তমান সময়ে শিশুদের ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে বের করে আনতে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ এর বিকল্প নেই। সঠিক ভাবে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ গুলো ব্যবহার করে শিশুদের এই ধরণের আসক্তি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। একই সাথে অ্যাপ গুলো আপনার শিশুকে সম্ভাব্য ক্ষতি থেকেও রক্ষা করতে পারে৷

তো এই আর্টিকেলে আপনাদের সুবিধার জন্য প্রায় প্রতিটি প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ এরই ফিচার এবং অসুবিধা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনার প্রয়োজন অনুযায়ী সেরাটি বাছাই করতে পারবেন। এই অ্যাপ গুলো থেকে আমি আপনাকে রেকোমেন্ড করতে পারি শেষ দুটি অ্যাপ। এর কারণ হল এই অ্যাপ গুলো ব্যবহার খুবই সহজ এবং প্রিমিয়াম প্যাকেজ ছাড়াও গুরুত্বপূর্ণ ফিচার গুলো ব্যবহার করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button